আপডেট : ০২ December ২০১৮
জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও দুটি মোটরসাইকেলে ভাঙচুর করা হয়। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের আলাইপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি। তবে আওয়ামী লীগ নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন। জেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম বাচ্চু জানান, বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে নিজেদের প্রস্তুতি নিতে জেলা বিএনপির কার্যালয়ে বসে মিটিং করছিলেন। সন্ধ্যা ৬টার দিকে হেলমেটধারী ৮-১০ জন লোক মোটরসাইকেলযোগে এসে বিএনপি অফিসে হামলার চেষ্টা করে। এ সময় অফিসের সামনে থাকা দুটি মোটরসাইকেলে ভাঙচুর ও জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সম্পাদক গোলাম মওলার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময় আমিরুল নামে এক ছাত্রদল কর্মীকে মারপিট করে। বিএনপি নেতাকর্মীরা একযোগে অফিস থেকে বেরিয়ে এলে দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমি এখনো এলাকায় আসিনি। তারপরও তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু বলেন, বিএনপি ভোটের পরিবেশ ঘোলাটে করতে নিজেরাই এমন কাজ করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এ ব্যাপারে নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল অগ্নিসংযোগ অবস্থায় পেয়েছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১