বাংলাদেশের খবর

আপডেট : ০১ December ২০১৮

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে আটক ৬

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে আটককৃতরা ছবি : বাংলাদেশের খবর


ময়মনসিংহের ভালুকা, ফুলবাড়িয়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ী ২ অপহরনকারীসহ ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ‘গতকাল শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আক্রাম হোসেন, এস আই নিজাম উদ্দিন, এস আই মজিদ, এস আই মাসুদসহ একদল পুলিশ ভালুকা থানাধীন টেপি সোহাল এলাকা হইতে ১৬৫ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন (২৫),  মোঃ হিরন মিয়া (২৫), মোঃ নবী হোসেন (৩০) কে আটক করে।

অন্যদিকে, ফুলবাড়ীয়া  থানাধীন কালাইপাড় পূর্বপাড়া হইতে ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আমির হোসেন (৪৫) কে আটক করে।

এছাড়াও  কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযানে অপহরনকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি শাহ কামাল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১