আপডেট : ০১ December ২০১৮
“এইচআইভি পরিক্ষা করুন, নিজেকে জানুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় আজ শনিবার বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন এনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, ইত্যাদি। সিভিল সার্জনের কার্যালয় হতে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে ২৫০ শর্য্যা হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয়। দিবসটি পালন উপলক্ষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপাপ্ত সিভিল সার্জন ডাঃ বিনেন্দ্রে ভৌমিকের সভাপতিত্বে এবং সিনিয়ির স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বক্তব্য রাখেন ডা: নূরে আলম সিদ্দিকী, ডা.মিনাক্ষী দেবনাথ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বিদ্যালয় পরিদর্শক মুহিবুল হাসান, এনজিও প্রতিনিধি মো.সাদ্দাম হোসেন প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১