আপডেট : ০১ December ২০১৮
দেশের বাজারে নতুন একটি স্মার্টফোন এনেছে মটোরোলা। মটো ই৫ প্লাস মডেলের এ স্মার্টফোনে থাকছে ৬ ইঞ্চি হাই ডেফিনেশন প্লাস ডিসপ্লে। ফোনটির বডি টু ডিসপ্লে রেশিও ১৮:৯। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম। ফোনটিতে রয়েছে ১২ মেগাপিক্সেল লেজার অটোফোকাস রিয়ার ক্যামেরা। অল্প আলোতে ছবি তুলতে ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১ দশমিক ২৫ কিউএম পিক্সেল সাইজ। থাকছে ফ্ল্যাশলাইটসহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘ সময় ধরে ব্যবহারের জন্য ফোনটিতে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটির বাজার মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা। তবে চলমান অফারে দুই হাজার থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে বলে জানিয়েছে স্থানীয় পরিবেশক স্মার্ট টেকনোলজিস।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১