বাংলাদেশের খবর

আপডেট : ০১ December ২০১৮

আইটিসি, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে ইন্টারনেটের ভ্যাট কমছে


ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) এবং ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) পর্যায়ে ইন্টারনেটের ভ্যাট কমানোর কথা ভাবছে সরকার। বর্তমানে এ তিন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট থাকলেও সেটি কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হতে পারে।

ভ্যাট কমানোর জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে দেওয়া এক প্রস্তাবের বিপরীতে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা গেছে। গ্রাহকপর্যায়ে ইন্টারনেটের দাম কমানোর লক্ষ্যে এ প্রস্তাব পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাস থেকেই এ তিন পর্যায়ে ভ্যাট কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে।

ইন্টারনেটের ওপর আরোপিত ভ্যাটের পরিমাণ কমানোর জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন খাত সংশ্লিষ্টরা। এর পরিপ্রেক্ষিতে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ইন্টারনেট সেবায় ভ্যাটের পরিমাণ ৫ শতাংশে নামিয়ে আনা হয়। তবে ভ্যাটের পরিমাণ কমানো হলেও গ্রাহকপর্যায়ে এর প্রভাব এখনো সেভাবে পড়েনি। তাই গ্রাহকপর্যায়ে ইন্টারনেটের দাম আরো কমানোর লক্ষ্যে এ তিন পর্যায়ে ভ্যাট কমানোর প্রস্তাব দিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১