বাংলাদেশের খবর

আপডেট : ০১ December ২০১৮

মেহজাবীন চৌধুরীর ‘এক দিন অপ্রত্যাশিত’

মেহজাবীন চৌধুরী ছবি : বাংলাদেশের খবর


রঞ্জনের সঙ্গে চিত্রার বিয়ের ছয় বছর। মুনতাসির নামের পরিচিত এক ডাক্তার ভদ্রলোক, এক পার্টিতে চিত্রার জন্য একটা ভবিষ্যৎ বাণী করেছিলেন। এ বছরের অক্টোবরের ১৫ তারিখ হবে চিত্রার জন্য বিশেষ একটা দিন। সেদিন অপ্রত্যাশিত কিছু একটা ঘটবে। এখানকার অনেকইে ভদ্রলোকের কথায় বিশ্বাস করেন। ভদ্রলোকের সেই কথাগুলো দুঃস্বপ্নের মতো দেখতে পায় চিত্রা। স্বপ্ন দৃশ্য হিসেবে আমরা ভবিষ্যৎ বাণী করতে দেখব। চিত্রা ঘুম ভেঙেই রঞ্জনকে জিজ্ঞেস করে আজ কত তারিখ।

পনেরোই অক্টোবর। কি ঘটতে পারে আজ চিত্রা ভাবতে চেষ্টা করে। অমঙ্গল ভাবনাগুলোই চিত্রার মনের মধ্যে চেপে বসে। যেকোনো ঘটনার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করে। রঞ্জনকে অনুরোধ করে অফিসে না যেতে। রঞ্জন যাওয়ার আগে বলে যায় তাড়াতাড়ি চলে আসবে। চিত্রা নিজেও কোথাও বেরুবে না ঠিক করে। চোখ বুজে দিনটা পার করে দিতে চায়। রঞ্জনের কাছে পুরো ব্যাপারটা পাগলামি মনে হয়। এরপরই ঘটতে থাকে একের পর এক ঘটনা। যে ঘটনাগুলোর জন্য চিত্রা কখনোই প্রস্তুত ছিল না।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘একদিন অপ্রত্যাশিত’। মাসুম শাহরিয়ারের রচনা ও সজীব মাহমুদের পরিচালনায় নাটকটিতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন এবং রঞ্জন চরিত্রে অভিনয় করেছেন জোভান। এতে আরো অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ইমন, ফাহমি প্রমুখ। আজ রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১