আপডেট : ০১ December ২০১৮
‘ঢাকা মেট্রো লাভ’ শিরোনামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন অহনা রহমান ও তৌসিফ মাহবুব। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান। আসছে ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে নাটকটির। এই নাটকের গল্পের মূল বিষয়বস্তু হলো সস্তার তিন অবস্থা। এ বিষয়টিকে উপজীব্য করে এগিয়ে গেছে নাটকের গল্প। ‘ঢাকা মেট্রো লাভ’ নাটকে অহনা অভিনয় করেছেন ‘চুমকি’ চরিত্রে। অন্যদিকে তৌসিফকে দেখা যাবে ‘রাব্বি’ চরিত্রে। নাটকটি প্রসঙ্গে অহনা রহমান বলেন, ‘তৌসিফের সঙ্গে এর আগেও একটি নাটকে অভিনয় করেছিলাম। তৌসিফ খুবই সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। আমরা দুজন চেষ্টা করেছি নাটকের মূল বিষয়বস্তু আমাদের অভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরতে। আশা করছি নাটকটি দর্শকের কাছে বেশ উপভোগ্য হবে।’ তৌসিফ মাহবুব বলেন, ‘অহনার সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। আমরা দুজনই আমাদের চরিত্রে প্রাণবন্ত থেকে অভিনয় করেছি। যে কারণে আমার কাছে মনে হয়েছে একটি দারুণ কাজ হয়েছে। সমসাময়িক অনেক গল্পের চেয়ে এই নাটকের গল্পটা আলাদা। আশা করছি দর্শক নাটকের উপস্থাপনে ভিন্নতা পাবেন। অহনা নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী এবং প্রত্যেকটি দৃশ্যের আগে দৃশ্য বুঝে নিয়ে অভিনয় করার চেষ্টা করেন। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১