আপডেট : ৩০ November ২০১৮
নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর চেক পোস্টের সামনে এ ঘটনা ঘটে। নিহত আজমীর হোসেন ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আজগর হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নরসিংদীর দিকে যাচ্ছিলো। প্রাইভেট কারটি ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুের চেক পোস্টের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে প্পিষ্ট করে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক প্রাইভেট কারটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১