বাংলাদেশের খবর

আপডেট : ৩০ November ২০১৮

এবারের নির্বাচনে ঢাকার প্রার্থী যারা

এবারের নির্বাচনে ঢাকার প্রার্থী যারা সংরক্ষিত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার আসনগুলোতো কারা মনোনয়ন পাচ্ছেন এ ছিলো নানা জল্পনাকল্পনা। এরমধ্যে ঢাকার ২০টি আসনে আওয়ামী লীগ ও বিএনপি নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এসব আসনে বিএনপির প্রায় সব আসনেই দুইজন করে প্রর্থীর নাম থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের একজন করে প্রার্থীই ঘোষণা দিয়ে রেখেছে। 

তাহলে জেনে নেওয়া যাক কারা হচ্ছেন এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী

ঢাকার-১ আসন: মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বিশিষ্ট্য ব্যবসায়ী ও আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারী ক্ষাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তবে এ আসনে শক্ত প্রার্থী জাতীয় পার্টির সালমা ইসলামও মনোনয়ন পেপার জমা দিয়েছেন। এখানে বিএনপি থেকে লড়বেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। তবে বিকল্পপ্রার্থী হিসেবে ফাহিমা হোসেন জুবলীর নামও ঘোষণা করেছে দলটি।

ঢাকার-২ আসন : এ আসনে অ্যাড. মো. কামরুল ইসলাম আবারো মনোনয়ন পেয়েছেন। তবে বিএনপি এ আসনে আমানউল্লাহ আমানের নাম ঘোষণা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বচন করতে না পারলে এ আসনটিতে লড়বেন ইরফান ইবনে আমান।

ঢাকার-৩ আসন : এ আসনে আওয়ামী লীগের প্রার্থী দুইবারের সাংসদ নসরুল হামিদ বিপু। তার বিকল্প হিসেবে বিএনপি প্রার্থ গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া নিপুন রায়ের নামও ঘোষণা করেছে বিএনপি।

ঢাকার-৪ আসন : এ আসনটি আওয়ামী লীগ শরীক দলের জন্য ফাঁকা রাখলেও পিএনপির আছে দুজন প্রার্থী। একজন সালউদ্দিনেআহমেদ ও অন্যজন হলেন তার ছেলে তানভীর আহমেদ রবিন।

ঢাকার-৫ আসন : এ আসনে হাবিবুর রহমান মোল্লা ও মনীরুল ইসলাম মনুর মধ্যে একজন হবেন আওয়ামী লীগের প্রার্থী। অন্যদিকে প্রতিদ্বন্দী বিএনপিরও আছেন দু’জন। নবী উল্লাহ নবী ও অধ্য. সেলিম ভূঁইয়া।

ঢাকার-৬ আসন : ঢাকা ৬ আসন আওয়ামী লীগ ফাঁকা রাখলেও বিএনপি কাজী আবুল বাসার ও সাবেক সংসদ সদস্য ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশারাক হোসেনের নাম ঘোষণা করেছে।

ঢাকার-৭ আসন : এ আসনে আওয়ামী লীগ থেকে হাজী মোহাম্মদ সেলিম ও হাজী আবুল হাসনাতের নাম দিলেও বিএনপি কারো নাম ঘোষণা করেনি।

ঢাকার-৮ আসন : এ আসনে আওয়ামী লীগ শরীকদল ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নাম ঘোষণা করেছেন। তাকে টেক্কাদিতে বিএনপি থেকে লড়বে মির্জা আব্বাস।

ঢাকার-৯ আসন : এ আসনে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী সাথে লড়বে বিএনপির মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অথবা হাবিবুর রশিদ হাবিব।

ঢাকার-১০ আসন : এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এসনে তাপসের প্রতিদ্বন্দি হিসেবে এতদিন ড. কামাল হোসেনের নাম শুনা গেলেও তিনি নির্বাচনে প্রার্থ না হওয়ায় বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান অথবা তার জামাতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রার্থী হবেন।

ঢাকার-১১ আসন : এ আসনে আওয়ামী লীগ বিএনপি দু’দলেই দু’জন করে প্রার্থী দিয়েছে। আওয়ামী লীগের এ কে এম রহমতুল্লাহ ও এম এ কাইয়ূম এবং বিএনপির জি এম শাসুল হক ও শামীম আরা বেগম।

ঢাকার-১২ আসন : এ আসটিতে আওয়ামী লীগের প্রার্থ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তার বিপরীতে সাইফুল ইসলাম নীরব অথবা আনোয়াজ্জামান আনোয়ার বিএনপির প্রার্থী হবেন।

ঢাকার-১৩ আসন : এ আসনে জাহাঙ্গীর কবির নানককে হটিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সাদেক খানের বিপরিতে বিএনপির প্রার্থী হবেন আতাউর রহমান ঢালী অথবা আব্দুস সালাম।

ঢাকার-১৪ আসন : এ আসনে নৌকার আসলামুল হকের প্রতিদ্বন্দী হবেন বিএনপির এম এ সিদ্দিকী সাজু ও সাবেক ফুটবলার আমিনুল হক।

ঢাকার-১৫ আসন : এ আসনে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদারের প্রতিদ্বন্দী হিসেবে এতদিন জামায়াত ইসলামী এক নেতার নাম শুনা গেলেও শেষ পর্যন্ত মামুন হাসান ও অধ্যাপক সাহিদা রফিকের নাম ঘোষণা করেছে বিএনপি।

ঢাকার-১৬ আসন : এ আসনে আওয়ামী লীগের ইলিয়াস উদ্দিন মোল্লার নাম ঘোষণা করছে। তার বিপরীতে বিএনপির মহানগর উত্তরের সভাপতি আহসান উল্লাহ হাসান তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন মোয়াজ্জেম হোসেনও ।

ঢাকার-১৭ আসন : এ আসনে এবার নৌকার টিকেট পেয়েছেন চিত্র নায়ক আকবর পাঠান ফারুক। অন্যদিকে বিএনপির মনোনয়ন তালিকায় আছেন মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ফরহাদ হোসেন ডোনার ও কামাল জামান মোল্লা।

ঢাকার-১৮ আসন : এ আসনে আওয়ামী লীগের মনোনয় পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তার বিপরীতে বিএনপির দুই প্রার্থী এস এম জাহাঙ্গীর ও বাহাউদ্দিন সাদি

ঢাকার-১৯ আসন : এ আসনে আবারো আওয়ামী লীগের প্রর্থী হয়েছেন ডা. এনামুর রহামন এনাম তার বিপক্ষে বিএনপির মনোনয়ন পেয়েছেন ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও কফিল উদ্দিন

ঢাকার-২০ আসন : এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বেনজির আহমেদের বিপক্ষে বিএনপির প্রার্থী হবেন ব্যারিস্টার জিয়াউর রহমান খান অথবা তমিজ উদ্দিন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১