বাংলাদেশের খবর

আপডেট : ৩০ November ২০১৮

অপূর্বর সঙ্গে তানিয়া বৃষ্টি


জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। সবুজ ওয়াহিদের রচনা এবং হাবিব শাকিলের পরিচালনায় ‘অপছন্দের সাত দিন’ নাটকে দেখা যাবে তাদের। সম্প্রতি সম্পন্ন হয়েছে নাটকটির চিত্রায়ণের কাজ। শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে নাটকটির।

নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা হাবিব শাকিল জানান, স্বামী-স্ত্রীর অপছন্দের বিষয়ের মধ্যেও যে পছন্দের কিছু বিষয় থাকে, তা-ই এ নাটকে তুলে ধরা হয়েছে। ‘অপছন্দের সাত দিন’ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সুবজ ওয়াহিদ ভালো গল্প লেখার চেষ্টা করে। আর হাবিব শাকিলের নির্দেশনায় এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। শাকিল বুঝেশুনে যত্ন করে নাটক নির্মাণের চেষ্টা করে। তানিয়া নিজের চরিত্রটি বুঝে অভিনয় করার চেষ্টা করেছে। অভিনয়ের প্রতি এমন আন্তরিক থাকলে ভবিষ্যতে আরো ভালো করতে পারবে।’

অপূর্বর সঙ্গে প্রথমবার অভিনয় করা প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘এ নাটকে অভিনয় করতে গিয়ে অপূর্ব ভাইয়ার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। বিশেষ করে সংলাপ ডেলিভারিতে। উনার আন্তরিক সহযোগিতায় ভীষণ মুগ্ধ হয়েছি। অপূর্ব ভাইয়া নিঃসন্দেহে অনেক বড় মাপের একজন অভিনেতা। কিন্তু তার সঙ্গে কাজ করে একজন অতি সাধারণ মানুষকেই কাছে থেকে দেখেছি। যার কাছ থেকে অভিনয়ে নিজেকে সমৃদ্ধ করা যায়।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১