বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৮

হিলি স্থলবন্দরে এইডস দিবসের প্রস্ততি সভা


দিনাজপুর হিলি স্থলবন্দরে এইচআইভি এইডস দিবস পালনে প্রস্ততি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

পিএসটিসি-এর জেলা কো-অর্ডিনেটর নাবিলা তাবাসসুমের সঞ্চালনায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল জোব্বারের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় লাইট হাউস, হেল্প, সূর্যের হাসি ক্লিনিক ও আপস-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হিলিতে এইচআইভি এইডস নিয়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো একের পর এক তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ায় সভায় উদ্বেগ জানানো হয়। প্রথম দিকে ১০ থেকে ১২টি বেসরকারি সংস্থা হিলি সীমান্ত ও স্থলবন্দরে কর্মরত থাকলেও বর্তমানে চারটি সংস্থা চালু রয়েছে। এর মধ্যে ডিসেম্বরে আরো দুটি সংস্থা বন্ধ হয়ে যেতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১