আপডেট : ২৯ November ২০১৮
ভোলার লালমোহনের ডাওরি বাজারে জেলা যুব দলের নেতাকর্মীদের বহনকারী গাড়িতে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এতে জেলা যুব দলের সভাপতি সম্পাদকসহ ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় গুরুতর আহতরা ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশি ঝামেলা এড়াতে আত্মগোপনে চলে গেছেন। জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন জানান, বৃহস্পতিবার সকালে ভোলা-৪ আসনের দলীয় সংসদ সদস্য পদ প্রার্থী কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঙ্গে দেখা করতে ভোলা জেলা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা দেয়। নেতাকর্মীরা লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় পৌঁছালে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের গাড়িবহরে বাধা দেয়। হামলায় ১৫ জন গুরুতর নেতাকর্মী আহত হয়েছে। লালমোহন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল জানান, এটি বিএনপির ভেতর গত বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, এ ঘটনায়এখন পর্যন্ত তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১