বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

পার্বতীপুরের মুক্তিযোদ্ধারা থাকবে প্রতিটি ভোট কেন্দ্রে

পার্বতীপুরের মুক্তিযোদ্ধাদের সমাবেশ ছবি : বাংলাদেশের খবর


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বতীপুরের মুক্তিযোদ্ধারা অতন্দ্রপ্রহরী হিসেবে নিয়োজিত থাকবে প্রতিটি ভোট কেন্দ্রে। তারা মুক্তিযুদ্ধের পক্ষের বর্তমান সরকার পুনরায় নির্বাচিত হয়ে যেন ক্ষমতায় আসতে পারে সে লক্ষে প্রচার-প্রচারণাসহ সব ধরনের কার্যক্রম চালিয়ে যাবে। ২০২১ সালে মুক্তিযুদ্ধের রজত-জয়ন্তী ও ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার যে ভিশন প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন তার সফলতার জন্য মুক্তিযোদ্ধারা সম্মুখসারিতে থেকে অনন্য ভুমিকা রেখে যাবে। পার্বতীপুরে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপে­ক্সে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ ওহাব সরকার। এ সময় বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন ও রিয়াজ মাহমুদ প্রমূখ। আগামী ১৬ ডিসেম্বের মহান বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে সমাবেশে মুক্তিযোদ্ধা বক্তারা জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১