বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৮

প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

গ্রেফতারকৃত আসামী আলম খন্দকার বিশু প্রতিনিধির পাঠানো ছবি


টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে সেতু পূর্ব থান পুলিশ। বৃহস্পতিবার ভূঞাপুর ২নং পুনর্বাসন এলাকা থেকে ধর্ষক আলম খন্দকার বিশুকে গ্রেফতার করা হয়। সে একই উপজেলার মৃত ইন্নছ আলীর ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গ্রেফতারকৃত ধর্ষক আলম খন্দকার বিশুকে আদালতে নেয়া হলে সে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এরপর তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ আগস্ট রাত ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস কিছু যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এসময় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী ছাড়া সব যাত্রী তাদের গন্তব্যে নেমে যান। এই সুযোগে ওই নারীকে একা পেয়ে বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার মিলে ধর্ষণ করে। বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হলেও মূল আসামি আলম খন্দকার বিশু এতদিন পলাতক ছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১