আপডেট : ২৯ November ২০১৮
সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী জালাল সানাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ সাদেকুল ইসলাম তালুকদার এ রায় দেন। মৃতদন্ডপ্রাপ্ত আসামি জালাল সানা জেলার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল সানার ছেলে। সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. তপন কুমার দাস জানান, চলতি বছর ১৩/৩/২০১৮ তারিখে কালিগঞ্জের রঘুনাথপুরে পারিবারিক কলহে স্ত্রী নাসিমা খাতুনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী জালাল সানা। এ ঘটনায় নিহতের পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে পরের দিন কালিগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে গত ১৭ মে কালিগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা জালাল সানার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলায় ১৩ জনের সাক্ষী শেষে বৃহস্পতিবার বিচারক সৈয়দ সাদেকুল ইসলাম জালাল সানাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১