আপডেট : ২৯ November ২০১৮
বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ তিনটি শ্যালো মেশিন আগুনে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা-ভেলাবাড়ী এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসকের সহকারি কমিশনার (ভুমি) আব্দুল হাই সিদ্দিকি। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারি চক্র পালিয়ে গেলেও রেখে যাওয়া অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত তিনটি শ্যালো মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং পাইপ ভাংচুর করা হয়। এ ব্যাপারে ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি সাংবাদিককে বলেন, এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি আমার জানা নেই। আমি অফিসের কাজে উপজেলাতে ছিলাম। পরে জানতে পারি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এলাকায় এসে জানতে পারি সজিব, সুজন ও শিপন নামের ৩জনের মেশিনে আগুন পোড়ানো সহ ব্যবহৃত পাইপ ভাঙচুর করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে ফেলে অবৈধ বালু উত্তোলন সহ কালিতলা গ্রোয়েনের সন্নিকট থেকে বিট বালু উত্তোলন করছে একটি অসাধু চক্র।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১