বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৮

কুমিল্লা-১ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল


কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে গতকাল ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট এর দলীয় প্রার্থী ছাড়াও অন্যান্য প্রার্থীরা আলাদা ভাবে দাউদকান্দি ও মেঘনায় সহকারী রিটার্নিং অফিসার (উপজেলা নির্বাহী অফিসার) এর নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

কুমিল্লা ১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুবিদ আলী ভূইয়া এমপি মনোনয়ন পত্র দাখিল করেন।এ সময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী, মেঘনা উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, আ.লীগ নেতা মজিবুর রহমান, যুবলীগ নেতা আমান উল্লাহ, শ্রমিকলীগ নেতা রকিব উদ্দিন, শাহ আলম, সেচ্ছাসেবকলীগ নেতা আবুল কাশেম।

এছাড়া আরো মনোনয়ণ পত্র দাখিল করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মারুফ হোসেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাখন সরকার, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আলতাফ হোসেন, খেলাফত মজলীস প্রার্থী মাওলানা মহসীন উদ্দিন বেলালী, ইসলামী আন্দোলন প্রার্তী মাওলানা বশির আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী আল আমিন ভূইয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১