আপডেট : ২৯ November ২০১৮
পাবনা সদর উপজেলার ট্রলির চাপায় মা রিনি খাতুন (৩৫) ও মেয়ে বর্ষা (৭) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাবা আকবর আলী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতদের বাড়ি উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে। তাদের স্বজনরা জানান, নিহত রিনি খাতুন আট মাসের গর্ভবতী ছিলেন। ওসি ওবায়েদুল হক বলেন, ভ্যানচালক আকবর আলী তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ভ্যান চালিয়ে বাজারে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় আকবর আলীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১