বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৮

চাঁদপুরে ৫টি আসনে ৫৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

চাঁদপুরে রিটার্নি কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার দৃশ্য ছবি : বাংলাদেশের খবর


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত চাঁদপুরে ৫টি আসনে ৫৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা রিটানিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে এসব মনোনয়ন পত্র দাখিল করা হয়।

বুধবার (২৮ নভেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ৫টি আসনের অধিকাংশ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. মাজেদুর রহমান খান এর কার্যালয়ে।

৫৫ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ৮ জন, বিএনপির ১৪ জন, জাতীয় পার্টির ৫ জনসহ, গনফোরাম, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকেরপার্টি, বাসদ, ইসলামিক ফ্রন্ট, ইসলামি ঐক্যফ্রন্ট, ঐক্যজোট ও স্বতন্ত্রসহ মোট ৫৫ জন মনোনয়ন ফরম দাখিল করেছেন। এর মধ্যে চাঁদপুর-১ আসনে ১১জন, চাঁদপুর-২ আসনে ৮জন, চাঁদপুর-৩ আসনে ১৩জন, চাঁদপুর-৪ আসনে ১৪ জন ও চাঁদপুর-৫ আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দেন।

প্রার্থীরা হলেন : চাঁদপুর-১ (কচুয়া): আওয়ামী লীগের ব্যানারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর, এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন, বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সদস্য নাজমুন্নাহার বেবী, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় কমিটির সদস্য মোশারফ হোসেন, জাতীয় পার্টির এমদাদুল হক রুমন, ইসলামী ঐক্যফ্রন্টের নূরুল আলম মজুমদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জোবায়ের আহমদ, স্বতন্ত্র প্রার্থী এ কে এস এম শহীদুল ইসলাম ও খন্দকার মোশারফ হোসেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) : আওয়ামী লীগের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল আমিন রুহুল, বিএনপির কেন্দ্রীয় নেতা ড. জালাল উদ্দিন, সাবেক এমপি নুরুল হুদার ছেলে তানভির হুদা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এমরান হোসেন মিয়া, ঐক্যজোটের মনির হোসেন, স্বতন্ত্রপ্রার্থী খায়রুল হাসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আফছার উদ্দিন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) : আওয়ামী লীগ হতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, বিএনপি মনোনতি প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ আহমেদ মানিক, বিএনপির সাবেক মহিলা এমপি রাশেদা বেগম হীরা, এস এম এম আলম, অ্যাড. ফজলুল হক সরকার, জাতীয় পার্টির অ্যাড. মহসিন খান, গনফোরামের অ্যাড. সেলিম আকবর, জাকের পার্টির মুক্তিযোদ্ধা কামরুন্নাহার রেনু, ইসলামি ঐক্যফ্রন্টের আবু জাফর মো. মাইনুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জয়নাল আবেদীন শেখ, জাসদের (ইনু) আব্দুল আজিজ ও বাসদের শাহজাহান তালুকদার।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): এ আসনে আওয়ামী লীগ হতে সাবেক এমপি ড. মোহাম্মদ শামসুল হক ভূইঁয়া ও জাতীয় প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। বিএনপির মনোনিত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হান্নান, কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী রফিকুল ইসলাম ও ড. আবুল কালাম আজাদ। স্বতন্ত্রপ্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, বিএনপির সাবেক এমপি লায়ন হারুন উর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুকবুল হোসাইন, গণফোরামের ড. মো শাহজাহান, ন্যাপের দেলোয়ার হোসেন পাটওয়ারী, জাকের পার্টির বাচ্চু মিয়া ভাষানী, ইসলামী ফ্রন্টের গোলাম হোসেন ভূঁইয়া মানিক, জাতীয় পার্টির মাইনুল ইসলাম মানু ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম আনিসুজ্জামান রানা।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): এ আসনে আওয়ামী লীগ হতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অ.) রফিকুল আসলাম বীর উত্তম, বিএনপি থেকে সাবেক জেলা সভাপতি ইঞ্জি: মমিনুল হক ও সাবেক এমপি এম এ মতিন। জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ, এলডিপির ড. নেয়ামুল বশির, জাকের পার্টির ওবায়েদ মোস্তফা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী, জাসদের (ইনু) মনির হোসেন মজুমদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শাহাদাত হোসেন প্রধানিয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১