বাংলাদেশের খবর

আপডেট : ২৯ November ২০১৮

এবার ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী নিখোঁজ

লোগো বিএনপির


এবার নিখোঁজ হয়েছেন ঢাকা-৭ আসনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মোশাররফ হোসেন খোকন। গতকাল বুধবার দুপুরে মনোনয়নপত্র দাখিলের পর নিখোঁজ হন ধানের শীষের এই প্রার্থী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতারা এ অভিযোগ করেন। তবে নিখোঁজের পরিবারের দাবি, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আটক করা হয়েছে।

এর আগে ঢাকায় মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে গত ১৮ নভেম্বর নিখোঁজ হন যশোর জেলা বিএনপির সহসভাপতি আবু বকর আবু। পরের দিন দুপুরে বুড়িগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

দলীয় সূত্রের দাবি, ধানের শীষের মনোনয়ন পেয়ে খোকন গতকাল বুধবার সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

তবে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মোশাররফ হোসেন খোকনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঢাকার এলিফ্যান্ট রোড থেকে গতকাল বুধবার দুপুরে আটক করা হয়। এদিন সকালে ঢাকা-৭ আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ ঘটনা ঘটে।

তারা জানান, মোশাররফ হোসেনকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় ঢাকা ব্যাংকের নিচ থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনো বিষয়টি স্বীকার করেনি বলে অভিযোগ করেন তারা। 

মোশাররফের ছেলে রবিন জানান, আমরা মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে রয়েছি। আমাদের আইনজীবীও সেখানে রয়েছেন। খোকনকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে দাবি ছেলে রবিনের।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীই মোশাররফ হোসেন খোকনকে গ্রেফতার করেছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার হদিস পাওয়া যায়নি। খোকনকে অবিলম্বে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১