বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৮

আটোয়ারীতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জেলা প্রশাসন কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে ছবি : বাংলাদেশের খবর


পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৬ পরিবারের মাঝে জেলা প্রশাসন কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ নভেম্বর বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে পঞ্চগড় জেলার স্থানীয় সরকার বিভাগের  উপ-পরিচালক প্রিয় সিন্ধু তালুকদার উপস্থিত থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি পরিবারের  মাঝে ত্রাণ সামগ্রী  হিসেবে শুকনো খাবার ১প্যাকেট, ১টি লুঙ্গী, ১টি শাড়ী, প্রতি শিশুর জন্য ৪টি করে স্যুইটার , ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পুস্তক বিতরণ করেন।

তিনি ক্ষতিগ্রস্থদের অপুরনীয় ক্ষতির কথা তুলে ধরে সমবেদনা জানান এবং পরবর্তীতে অগ্নিকান্ডের ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্থ পরিবারগুলোতে জেলা প্রশাসকের ঢেউটিন দেয়ার আশ্বাস খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। এ সময় সহকারী কমিশনার(ভূমি) সুবল চাকমা, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান এ.জেড.এম.বজলুর রহমান জাহেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইউসুফ আলী, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১