আপডেট : ২৮ November ২০১৮
আশুলিয়ায় বাস চাপায় আহত থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। তার লাশ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে যান। নিহত এস আই কবির হোসেন গোপালগঞ্জ জেলার সদর থানার মৃত আবদুল মান্নান হোসেনের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত বছরের পহেলা নভেম্বর আশুলিয়া থানায় তিনি যোগদান করেন। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি (অপারেশন) মনিরুল হক ডাবলু মৃত্যুর নিশ্চিত করে জানান, খ‘বর পেয়ে পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা নিহতের মরদেহ দেখতে হাসপাতালে যান। পরে নিহত কবির হোসেনর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তারা গ্রামের বাড়িতে নিয়ে যায়’। গত ২৩ নভেম্বর বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি বাস তাকে চাপা দেয়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১