বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৮

খালেদা অংশ নিতে না পারলে বগুড়া-৬ এ লড়বেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। উচ্চ আদালতে রায়ে খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হলে তার জন্য নির্ধারিত বগুড়া-৬ আসনে লড়বেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে ওই আসনে মনোনয়নপত্রও জমা দিয়েছেন মির্জা ফখরুল। এ ছাড়াও মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকেও লড়বেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের এ কথা জানিয়েছে।

এর আগে, এ আসন থেকে খালেদা জিয়া টানা তিনবার (৯৬, ২০০১ এবং ২০০৮) এমপি নির্বাচিত হয়েছিলেন। এবারও তার নামে দলীয় মনোনয়ন কেনা হয়েছিল এই আসনসহ ফেনী-১ ও বগুড়া-৭ আসনে।  বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

২ বছরের বেশি দণ্ডপ্রাপ্ত কারো পক্ষে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই- গতকাল উচ্চ আদালতের এমন আদেশের পর খালেদা জিয়ার বদলে অন্যদেরকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিএনপি। সে অনুযায়ী মির্জা ফখরুল বগুড়া-৬ আসনে এবং দলের সিনিয়র নেতা আব্দুল আউয়াল মিন্টু ফেনী-১ আসনে নির্বাচন করবেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্টের দুটি মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন খালেদা জিয়া।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজই মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১