বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৮

দিনাজপুর-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

দিনাজপুর-৫ আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী প্রতিনিধির পাঠানো ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বতীপুর-ফুলবাড়ি (দিনাজপুর-৫) আসনে মনোনয়নপত্র জমা দিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

আজ বুধবার বেলা ১টায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা রেহানুল হকের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে তিনি দুপুর ১২টায় পাশের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়েও মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি উপস্থিত ছিলেন।

এর আগে গত রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১