আপডেট : ২৮ November ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। এই নির্বাচন প্রক্রিয়া এবং এর ফলাফল নিয়েও কোনো মন্তব্য করবে না তারা। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্রেসি সাপোর্ট ও ইলেকশন কো-অর্ডিনেশন গ্রুপ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্টের কোনো সদস্যকে বাংলাদেশের এই নির্বাচন পর্যবেক্ষণ করা বা এ বিষয়ে মন্তব্য করার অনুমতি দেওয়া হয়নি। ফলে তাদের কোনো সদস্য যদি এ বিষয়ে কোনো মন্তব্য করেন, তবে তা ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় পার্লামেন্টের মন্তব্য হবে না। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন এবার বাংলাদেশের নির্বাচনে থাকবে না বলেও বিবৃতি জানানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১