আপডেট : ২৮ November ২০১৮
বিভিন্ন প্রতিষ্ঠানের রিভিউ দেখার জন্য গুগল ম্যাপস বেশ কার্যকর। গুগলও নিয়মিত বিভিন্ন ফিচার যোগ করছে এখানে। এর অংশ হিসেবে এবার রিভিউতে যুক্ত করা হয়েছে হ্যাশট্যাগ। এখন থেকে ম্যাপ ব্যবহারকারীরা তাদের দেওয়া রিভিউতে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। ফলে নির্দিষ্ট কোনো হ্যাশট্যাগের মাধ্যমে যে কেউ খুব সহজেই সংশ্লিষ্ট সব রিভিউ খুঁজে বের করতে পারবেন। গুগল জানিয়েছে, ইতোমধ্যে ফিচারটি চালু করা হয়েছে এবং প্রাথমিকভাবে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। তবে আইওএস ডিভাইসের জন্য কবে নাগাদ এ সুবিধা চালু করা হবে সে ব্যাপারে কিছু জানায়নি গুগল। প্রতিটি রিভিউয়ে পাঁচটি পর্যন্ত হ্যাশট্যাগ যুক্ত করার কথা বলছে গুগল। আর এগুলো যুক্ত করতে হবে রিভিউয়ের শেষে। শুধু কোনো টপিক নিয়ে হ্যাশট্যাগ যুক্ত করার কথাও বলছে গুগল। উল্লেখ্য, সম্প্রতি ম্যাপে বেশকিছু নতুন ফিচার যুক্ত করার উদ্যোগ নিয়েছে গুগল। এ ফিচারটির আগে ম্যাপে যুক্ত করা হয়েছে মেসেজিং অপশন। যার মাধ্যমে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে অ্যাপ থেকেই মেসেজ পাঠানো যাবে। এ ছাড়া কোনো প্রতিষ্ঠানকে অনুসরণ করার সুবিধাও চালু করেছে গুগল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১