আপডেট : ২৮ November ২০১৮
একুশ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার দুই মামলার রায়ের সত্যায়িত অনুলিপি হাইকোর্টে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের পর ৩৭ হাজার ৩৮৫ পৃষ্ঠার ওই নথি ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয় বলে জানিয়েছেন ওই শাখার পেশকার সামছুদ্দিন। খোঁজ নিয়ে জানা গেছে, পাঠানো নথির মধ্যে হত্যা মামলার মূল রায়ের কপি ৩৬৯ পাতা এবং বিস্ফোরক আইনের মামলার মূল রায়ের কপি ৩৫৬ পাতা। আর অন্যান্য নথির মধ্যে রয়েছে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষীর জবানবন্দি ও জেরা, তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষীদের জবানবন্দি, যুক্তিতর্ক, আত্মপক্ষ সমর্থনের বক্তব্য, আদালতে দেওয়া আসামিদের স্বীকারোক্তি, ট্রাইব্যুনালে দেওয়া আসামি ও রাষ্ট্রপক্ষের হাজিরা ও দরখাস্ত। গত ১০ অক্টোবর ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন মামলা দুটিতে রায় ঘোষণা করেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ আসামির মমৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তখনকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হারিছ চৌধুরী ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার ৪৮ দিন পর নথি হাইকোর্টে পাঠানো হলো। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় নৃশংসতম এ গ্রেনেড হামলা হয়। এতে সেই সময়ের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভী রহমানসহ ২২ জন নিহত হন। আহত হন কয়েকশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১