আপডেট : ২৭ November ২০১৮
নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মানু মজুমদারকে বহিরাগত দাবী করে গত দুই দিন ধরে এই আসনের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে আসছে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকেরা। আজও দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড়, কাচাঁ বাজার মোড় ও একেসিএম মোড় এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এদিকে মানু মজুমদারকে বরণ করে নিতে প্রস্তুতি নিয়েছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, আমরা উপজেলা আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মেনে নিয়ে এই আসনের নৌকার নতুন মাঝি মানু মজুনদারকে বরণ করে নিতে প্রস্তুত। তবে কে বা কারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অপ্রীতিকর ঘটনার সৃষ্টির চেষ্টা চালিয়েছে। দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা সমাল দিতে র্সবদা প্রস্তুত রয়েছি। দক্ষিণপাড়া মোড়, কাচাঁ বাজার মোড় ও একেসিএম মোড় এলাকায় কারা আগুন জ্বালিয়েছে তা এখনো জানা যায়নি বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১