বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৮

পীরগঞ্জে শেখ হাসিনা ও শিরীন শারমিন চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

রংপুরের পীরগঞ্জ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের মনোনয়নপত্র দাখিল করেন স্পিকার শিরীন শারমীন চৌধুরী প্রতিনিধির পাঠানো ছবি


ভিআইপি আসন হিসেবে পরিচিত রংপুরের পীরগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের দু’জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা টিএমএ মমিনের কাছে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরে নিজের মনোনয়নপত্র দাখিল করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সিনিয়র সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারি সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যাননূর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুসহ অনেকে উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিলের পর স্পিকার জানান, দলীয় সিদ্ধান্তে পীরগঞ্জ আসনে প্রধানমন্ত্রী এবং আমি নিজে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন দাখিল করতে পেরে নিজেকে ধন্য মনে করেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখহাসিনা তিনবার এবং সাবেক রাস্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন এ আসনে। পীরগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ নির্বাচনী এলাকা ভিআইপি আসন হিসেবে পরিচিত।  এক সময় জাতীয় পার্টির দুর্গও বলা হতো এ আসনকে।  তবে ২০০৮ ও ২০১৪ সালে এখানে নৌকার হালধরে জয়ী হয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়েছেন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১