বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৮

গোপালগঞ্জ ও রংপুর আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র দাখিল

গোপালগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়ন দাখিল করছেন দলের নেতাকর্মীরা ছবি: বাংলাদেশের খবর


আসন্ন একাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া) এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা গোপালগঞ্জে জেলা  প্রশাসকের কার্যালয়ে  জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান সরকারে কাছে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

মনোনয়নপত্র দাখিল করার সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মদ, রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে  দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মমিনের কাছে প্রথমে প্রধানমন্ত্রীর এবং পরে নিজের মনোনয়নপত্র জমা দেন স্পিকার স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশন আরা ওয়াহেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, পীরগঞ্জ পৌর মেয়র থানজিবুল ইসলাম শামীম, আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন পিন্টু, আজিজুর রহমান রাঙ্গা, মোনায়েম সরকারসহ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 গোপালগঞ্জ ও রংপুর প্রতিনিধি 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১