বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০১৮

শেরপুর-২ আসনে

মনোনয়নপত্র দাখিল করলেন মতিয়া চৌধুরী

মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রতিনিধির পাঠানো ছবি


নকলা-নালিতাবাড়ী সংসদীয় এলাকা নিয়ে গঠিত শেরপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

আজ মঙ্গলবার বেলা ১টা ২০ মিনিটে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুর রহমানের কাছে নিজ হাতে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এর আগে তিনি পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়েও অনুরূপ মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র দাখিলের পূর্বে তিনি নকলা পৌরসভার জালালপুরে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। এসময় শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানসহ নকলা ও নালিতাবাড়ী এলাকার বিভিন্নস্তরের আওয়ামীলীগ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১