আপডেট : ২৭ November ২০১৮
ভোট পেতে ভোটারদের নানাভাবে প্রলুব্ধ করেন প্রার্থীরা, এটা সবার জানা। কিন্তু ভোটারের জুতা পালিশ করছে প্রার্থী এমন ঘটনা হয়তো এটাই প্রথম। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। খবর এনডিটিভি। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের মনোরঞ্জনের চেষ্টা করে যাচ্ছেন। তবে এ ক্ষেত্রে সবাইকে টেক্কা দিলেন মধ্যপ্রদেশের রাষ্ট্রীয় আমজন পার্টির প্রার্থী শরদ সিং কুমার। তার নির্বাচনী প্রতীক জুতা। সে কারণেই ভোটারদের জুতা পালিশ করে দেওয়ার কাজে নেমেছেন তিনি। এক ভোটারের জুতা পালিশ করছেন শরদ, এমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। নির্বাচন উপলক্ষে বেশ কয়েকজন ভোটারের জুতা পালিশ করে দিয়েছেন তিনি। এ সম্পর্কে বলেন, নিজের প্রতীকের এমন ব্যবহার করে ভোটে জিততে চায় আমি। নির্বাচনের প্রতীক হিসেবে জুতা যে কেউ নিতে পারত। কিন্তু কেউ নেয়নি। এই জুতাই ভাগ্য ফেরাবে বলে বিশ্বাস করেন তিনি। তবে শরদই একা নন, তেলেঙ্গানার কোরুতলা কেন্দ্রের নির্দল প্রার্থী আকুলা হনুমন্থ ভোট পেতে দ্বারে দ্বারে চটি বিলাচ্ছেন। তিনি জানান, প্রতিশ্রুতি রাখতে না পারলে ওই চটি দিয়েই যেন লোকজন তাকে মারতে পারেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১