আপডেট : ২৭ November ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বিএনপি। গতকাল সোমবার ১০৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনটি বিভাগের পূর্ণাঙ্গ ও একটি বিভাগের আংশিক প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে, কিছু আসনে একজন আবার কিছু আসনে দুই বা ততোধিক প্রার্থী ঘোষণা করা হয়েছে। আবার দু’একটি আসনে একই পরিবারের দুজনকে মনোনয়ন দেয়া হয়েছে। বরিশাল ও রাজশাহী বিভাগে এ ঘটনা ঘটেছে। কিন্তু বিএনপি কী কারণে চূড়ান্ত প্রার্থী মনোনয়নে একাধিক প্রার্থী দিল, এ নিয়ে দলের ভেতর-বাইরে আলোচনা চলছে। অনেককেই আবার ক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে। তবে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলটি সুচিন্তিতভাবেই কোনো কোনো আসনে দুই বা ততোধিক প্রার্থীকে মনোনয়ন দিওয়া হচ্ছে। একই আসনে দুই বা ততোধিক ব্যক্তিকে মনোনয়ন দেয়ার কারণ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রায় প্রতিটি আসনেই একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়া হচ্ছে। দলের সিনিয়র নেতা ছাড়া প্রায় প্রতিটি সংসদীয় আসনে আমরা দুজনকে মনোনয়নের চিঠি দিচ্ছি। যাতে কোনো কারণে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেলে অন্যজন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। বিএনপি নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, বেশ কয়েকটি কারণে একই আসনে দুই বা ততোধিক প্রার্থী দেয়া হচ্ছে। প্রথমত, বিদ্রোহী প্রার্থী হওয়া ঠেকানো; বিএনপি থেকে যারা মনোনয়ন পাচ্ছেন, তাদের প্রায় সবার নামে রাজনৈতিক মামলা রয়েছে। অনেকের নামে দুর্নীতির অভিযোগে কিংবা ফৌজদারি অপরাধেও মামলা রয়েছে। সে ক্ষেত্রে মামলার কারণে অনেকেরই মনোনয়ন বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে দলের হাইকমান্ড এরকম সিদ্ধান্ত নিয়েছে বলে জানাগেছে।
যেমন বরিশাল-২ আসনে দেয়া হয়েছে শরফুদ্দিন সান্টু ও মোয়াজ্জেম হোসেন আলালকে। এদের একজন চেয়ারপারসনের উপদেষ্টা, অন্যজন যুগ্ম মহাসচিব। আবার যেসকল আসনে একই পরিবারের দুজনকে মনোনয়ন দেয়া হয়েছে। যেমন সিরাজগঞ্জ-২ আসনে দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার স্ত্রী রুমানা মাহমুদকে মনোনয়ন দেয়া হয়েছে।
দ্বিতীয়ত, মামলার কারণে প্রার্থিতা বাতিল হলে আসন শূন্য না রাখা।
তৃতীয়ত, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতা এখনও না হওয়া।
চতুর্থত, ঋণখেলাপির কারণে কারও প্রার্থিতা বাতিল হলে যেন আসন শূন্য না থাকে।
পঞ্চমত, দলবদল করতে না দেয়া।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১