আপডেট : ২৭ November ২০১৮
নির্বাচনের দিন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে ধৈর্য সহকারে ঘটনা পর্যবেক্ষণ করে বুঝে শুনে অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি থেকে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ করতে চরম অ্যাকশন যেটা বলা হয়, সেটাকে যতদূর সম্ভব নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় ভোটারদের নিরাপত্তার বিষয়টিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে গতকাল সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তিন দিনব্যাপী ব্রিফিংয়ের শেষ দিনে এসব পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংঘাত, রক্তপাত অথবা প্রাণহানি যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, যেকোনো মূল্যে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। অবাধ মানে ভোটার ভোটকেন্দ্রে যাবে, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে যাবে এবং বাড়িতে গিয়ে নিরাপদে বসবাস করবেন। আর চারদিকের পরিবেশ নিরাপদ রাখার দায়িত্বে আপনারা থাকবেন। তিনি বলেন, নির্বাচনের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেদিনটা আপনাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় আপনাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আপনাদের বিচলিত করে, অনেক সময় আপনাদের নানা কারণে উসকানিমূলক পরিস্থিতিতে ফেলে দেয়। আপনাদের মিসগাইডিংয়ের মধ্যে ফেলে দেয়। সেই অবস্থাগুলো আপনাদের বুদ্ধিমত্তা, দক্ষতার মাধ্যমে বুঝতে হবে। কোনো ঘটনার সত্য বা মিথ্যা তা আপনাদের বুঝতে হবে। আধুনিক এই যুগে কেন্দ্র, প্রিসাইডিং অফিসার, আপনাদের সহকর্মী যারা থাকবেন তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ থাকতে হবে। যাতে তাৎক্ষণিকভাবে সেই এলাকার অবস্থা জানতে পারেন। সিইসি বলেন, কখনো ধৈর্যচ্যুত হলে চলবে না। কোনো বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়লে সহনশীল থাকতে হবে এবং বুঝে, জেনে, শুনে অ্যাকশনে যেতে হবে। চরম অ্যাকশন যেটা বলা হয়, সেটাকে যতদূর পারেন আপনারা নিজেদের বিবেচনায় সেগুলো নিয়ন্ত্রণ যদি করতে পারেন তাহলে পরিবেশ পরিস্থিত শান্ত হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্বাচনী আচরণবিধি ভালোভাবে রপ্ত করার নির্দেশ দিয়ে সিইসি বলেন, আচরণবিধি প্রয়োগ করতে গিয়ে এমন কোনো কাজ করবেন না, যাতে একটা নিয়ন্ত্রণহীন পরিস্থিতির সৃষ্টি হয়। আপনারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। সেই বিজ্ঞতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের কাজ করতে হবে। যাতে কখনো নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ব্যাহত না হয়। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচনে যে কেউ জয়ী বা পরাজিত হতে পারে। দেশবাসী যেন পরাজিত না হয়। এবারের নির্বাচন আমাদের আত্মমর্যাদা সমুন্নত রাখার নির্বাচন। শুধু দেশবাসী নয়, বিশ্ববাসী এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সকল প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ একটি সুষ্ঠু, স্বাভাবিক, শুদ্ধ, নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না, তা হতেই পারে না। আমরা কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন করে কলঙ্কিত হতে চাই না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১