আপডেট : ২৭ November ২০১৮
নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার একক সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংবিধানের কোথাও ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের কথা নেই উল্লেখ করে এই সিদ্ধান্ত থেকে ইসিকে সরে আসার আহ্বান জানিয়েছেন আইনজীবীরা। এদিকে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের অভিযোগ নির্বাচনকালীন সময়ে সরকারি চিঠিতে দলীয় স্লোগান ব্যবহার করে লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট করা হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর দেওয়া পৃথক দুটি চিঠিতে এসব অভিযোগ তুলেছে ঐক্যফ্রন্ট ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এদিকে সরকারি চিঠিতে দলীয় স্লোগান বাদ দেওয়ার দাবি জানিয়ে গতকাল সিইসিকে চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এ সংক্রান্ত চিঠিটি নির্বাচন কমিশনে জমা দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সরকারের বিভিন্ন চিঠিপত্রে একটি কমন স্লোগান রাখা হচ্ছে। আগে যেমন পরিবার পরিল্পনার বিষয়ে একটি কমন স্লোগান থাকত- ‘ছেলে হোক, মেয়ে হোক দুইটি সন্তানই যথেষ্ট’। বর্তমানে আওয়ামী লীগের প্যাডের ওপর এই স্লোগানগুলো আছে- ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’। সরকারি দফতর থেকে যে চিঠিগুলো দেওয়া হয়, সেই চিঠিগুলোতেও এই স্লোগানের সিল মারা হচ্ছে। আবার বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি প্যাডের ওপর এই স্লোগানটি টাইপ করা আছে। নির্বাচনের সময়ে আমরা এগুলোকে পরিহার করতে বলেছি। এ ছাড়া ব্যাংকগুলোর করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ড থেকে গরিবদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এখন এ কম্বলগুলো এমপিদের মাধ্যমে বিতরণ করার চেষ্টা করা হচ্ছে। গরিব মানুষেরা কম্বল না পাক এটা আমরা চাই না। তবে আমরা চাই এমপিরা বিতরণ না করে এগুলো যেন ব্যাংকের কর্মকর্তারা বিতরণ করেন এবং স্থানীয় নেতারা এতে সম্পৃক্ত না থাকেন। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, কোনোভাবেই যেন নির্বাচনে ইভিএম ব্যবহার না হয়। এটি ব্যবহার করার সিদ্ধান্ত হলেও আমরা চাইব নির্বাচন কমিশন যেন এই সিদ্ধান্ত থেকে সরে আসে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১