বাংলাদেশের খবর

আপডেট : ২৬ November ২০১৮

ফুলবাড়ীতে মনোনয়নের দাবীতে অবরোধ

ধরলা সেতুতে বিক্ষুদ্ধ নেতা-কর্মীদের অবরোধ ছবি : বাংলাদেশের খবর


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোঃ জাফর আলীর দলীয় মনোনয়ন পেতে অবরোধ কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। সোমবার দুপুরে বিক্ষুদ্ধ নেতা-কর্মীদের অবরোধের কারণে শেখ হাসিনা ধরলা সেতুর দুইপাড়ে প্রায় ২ কিঃ মিঃ রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েন লোকজন। পরে পুলিশ বিক্ষুদ্ধ নেতাকর্মীকে সরিয়ে দিয়ে সেতুতে চলাচলের ব্যবস্থা করে দেয়।

আজ সোমবার দুপুর থেকে বিকেল চারটা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা শহরের দোকানপাঠ, ব্যবসা প্রতিষ্ঠান অবরোধের কারণে বন্ধ থাকে। উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলনের নেতৃত্বে চলে মিছিল-শ্লোগান। পুলিশ তাদের টহল অব্যাহত রেখেছে।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এবং সাবেক সাংসদ মোঃ জাফর আলীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী শ্রমিকলীগ এই অবরোধ কর্মসূচী পালন করে।

ফুলবাড়ী থানার এএসআই একরামুল ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১