আপডেট : ২৬ November ২০১৮
নেত্রকোনা-১ আসনে নৌকার মনোনয়ন তালিকা থেকে মানু মজুনদারের নাম বাতিল এবং প্রকৃত আওয়ামী লীগ ত্যাগী নেতাদের মধ্য থেকে নতুন করে মনোনয়ন দেওয়ার দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হয়। সোমবার বিকালে পৌর শহরের বাগিচা পাড়া এলাকায় সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদারের পুত্র শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েলের অনুসারীরা মিছিলটি বের করার চেষ্টা চালায়। এই সময় মিছিলকারীরা পুলিশের বাঁধার মুখে পড়ে। তাদের মিছিল পন্ড করে দিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন আ.লীগ নেতা ও মহিলা কলেজের প্রভাষক লিয়াকত আলী, জালাল তালুকদারের সহযোদ্ধা প্রবীণ আ.লীগ নেতা আনোয়ার হোসেন বুলবুল, ছাত্রলীগ নেতা মোঃ রার্বী মিয়া, ছাত্রলীগ নেতা মোতাহার হোসেন মোয়াজ, মোঃ শামীম মিয়া। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, ‘আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন বিধিমালা ভঙ্গের কারনে তাদেরকে আটক করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে’। এ ব্যাপারে মনোনয়ন প্রতাশী শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল জানান, ‘আমার লোকজন শান্তি প্রিয় মিছিল করার প্রস্তুতিকালে পুলিশ ৫ জনকে আটক করে। আমি আটককৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করছ ‘।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১