আপডেট : ২৬ November ২০১৮
ব্ল্যাক ফ্রাইডেতে বিশেষ ছাড় থাকায় কমবেশি সবাই এ দিনটিকে বেছে নেন কেনাকাটার জন্য। অফলাইনে তো বটেই, অনলাইনও কিন্তু কম যায় না। অ্যাডোবি জানিয়েছে, এবারের ব্ল্যাক ফ্রাইডেতে শুধু যুক্তরাষ্ট্রেই অনলাইনে কেনাকাটা হয়েছে ৬ দশমিক ২২ বিলিয়ন ডলারের। ২০১৭ সালের তুলনায় যা ২৩ শতাংশ বেশি।
প্রাপ্ত তথ্য থেকে দেখা গেছে, অনলাইনে বিক্রির ৩৩ দশমিক ৫ শতাংশই সম্পন্ন হয়েছে স্মার্টফোন থেকে এবং এর পরিমাণ ২ দশমিক ১ বিলিয়ন ডলার। এছাড়া ট্যাব থেকে সম্পন্ন হয়েছে ১০ শতাংশ।
অ্যাডোবি বলছে, ই-কমার্স সাইট থেকে একদিনে সর্বোচ্চ পরিমাণ কেনাকাটায় এটি দ্বিতীয় অবস্থানে আছে। এর আগে ২০১৭ সালে সাইবার মনডের দিনে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলারের কেনাকাটা হয়েছিল অনলাইনে। ধারণা করা হচ্ছে, আজকে সাইবার মনডের দিনে অনলাইনের কেনাকাটার পরিমাণ ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
উল্লেখ্য, এ মাসের ১১ তারিখে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা থেকে একদিনেই বিক্রি হয়েছিল ৩১ বিলিয়ন ডলারের পণ্য।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১