আপডেট : ২৬ November ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে তার পরিবার। সবকিছু ঠিক থাকলে আজ থাইল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করে বলেন, চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে প্রেক্ষিতে তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পাঠানো হবে। আমজাদ হোসেনের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী। এয়ার অ্যাম্বুলেন্স ভাড়াসহ সব ব্যয় বহন করবেন তিনি। আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তার বাবার চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই হাসপাতাল থেকে তার শারীরিক অবস্থার সর্বশেষ প্রতিবেদন চাওয়া হয়েছে। গতকাল দুপুরের মধ্যে তা পাঠিয়ে দেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১