আপডেট : ২৬ November ২০১৮
গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর জন্য যে মহান সংসদ রয়েছে সেখানে আমরা সবসময়েই যে দাবিগুলো জানিয়ে আসছি তার মধ্যে অন্যতম ছিল রাজনীতিতে ভালো মানুষ ও তারুণ্যনির্ভর নেতৃত্ব। রাজনীতি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি বড় প্রায়োগিক জায়গা। জনসাধারণ তাদের নির্বাচিত প্রার্থীকে দিয়ে আশা ও প্রত্যাশাগুলো মহান সংসদে তুলে ধরবেন- এটাই নির্বাচনের বড় একটি লক্ষ্য। অনেক দিন পর দেশের নির্বাচনের হাওয়ায় বড় একটি পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। তা হলো তারকাদের নির্বাচনে অংশগ্রহণ। মাশরাফি বিন মুর্তজা- যিনি শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের মধ্যে মানবিক দিক থেকে উঁচু মানের ক্রিকেটীয় অধিনায়ক। এই মানুষটিকে যে বীরের বেশে দেখেছি তা অনেক মানুষের মধ্যেই কখনো দেখিনি। যিনি ইনজুরির কারণে হাঁটুতে গোলাকৃতির বল পরে খেলে চলেছেন অনেক বছর ধরে। বাংলাদেশের ক্রিকেটের জয়ে মাশরাফির অনুপ্রেরণাই অনেক বড় হয়ে লেখা থাকে প্রায় প্রতিটি খেলায়ই। সেই মাশরাফি বিন মুর্তজা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থিতার বিষয় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার ওপর থেকে সবার মন উঠে গেল! এখন নাকি মাশরাফি বেইমান, তিনি দেশকে ইন্ডিয়ার কাছে হারিয়ে দিয়েছেন ইচ্ছে করে আরো কত কী খারাপ আলোচনা-সমালোচনা আর লেখা! কিছুদিন আগেও যে মানুষগুলোকে বলতে শুনেছি, রাজনীতিতে পরিবর্তনের জন্য তারুণ্যনির্ভর ও শিক্ষিত মানুষকে এগিয়ে আসতে হবে। আজ তারাই এমন ধরনের কথা বলে ভুরু কুঁচকে রয়েছেন। কোন ক্ষেত্রে মাশরাফিকে নিয়ে সন্দেহ হচ্ছে যে মাশরাফি রাজনীতিতে এসে বেইমান হয়ে গেল? মাশরাফি এখন আর মানুষের কথা বলবেন না, নাকি মাশরাফি এখন আর এ দেশেরই মানুষ নন! রাজনীতিতে ভালো মানুষদের আসা প্রয়োজন। যারা দেশের মানুষের জন্য ভালো কিছু এনে দিতে পারে। তার উদাহরণও কিন্তু রয়েছে সামনেই। বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূর, বিশিষ্ট তারকা অভিনেত্রী তারানা হালিম ও শিল্পী মমতাজ তাদের স্ব-স্ব ক্ষেত্রে যথেষ্ট ভালো ভূমিকা রেখেছেন। একজন মাশরাফি যেন সব মানুষের নেতৃত্ব দেন, দুর্নীতি বন্ধে কাজ করেন এবং গণমানুষের কথা দৃঢ়চিত্তে বলতে পারেন। লেখক : সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীপুর, গাজীপুর
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১