আপডেট : ২৫ November ২০১৮
ময়মনসিংহে হত্যা মামলার আসামী ও মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । গতকাল শনিবার রাতে ডিবি’র এস আই নিজাম উদ্দিন, এস আই অক্রাম হোসেনের নেতৃত্বে জেলার গফরগাঁও ও ফুলপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ৩ জনকে গ্রেফতার করে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহ কামাল আকন্দ আজ রোবরার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার রাতে গফরগাঁও উপজেলার উথরীু শিববাড়ী মোড় এলাকা হইতে হত্যা মামলার পেনাল কোড আসামী মোঃ মোফাজ্জল হোসেন (৪০) কে এবং একই রাতে পৃথক অভিযানে ফুলপুর থানার তারাকান্দা বাজার হইতে ১০০ পিস ইয়াবাসহ সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আনারুল কবির (২৭) ও মোঃ বাবুল মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১