বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০১৮

সমবায় দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

সমবায় দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় প্রতিনিধির পাঠানো ছবি


‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয় নিশ্চিত করি’ এ শ্লোগানে সারা দেশের ন্যয় চাঁদপুরেও ৪৭তম জাতীয় সমবায় দিবস ২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১০টায় এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসের যৌথ আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি আবু নঈম পাটওয়ারীর দুলাল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমবায় ভিত্তিক সমাজ গড়তে হবে। উৎপাদনশীলতার বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে সমবায়ের গুরুত্ব কম নয়। সম্মিলিত প্রচেস্টা যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারে। সকলে যদি একত্রিত হয়ে কাজ করি তাহলে দেশের বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. মোমেন হোসেন ভূইয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জমি বন্ধকি ব্যাংক লিমিটেডের সম্পাদক আলী এরশাদ মিয়াজী, চান্দ্রা শিক্ষিত যুব বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোধ জসিম উদ্দিন শেখ, জেলা সমবায় অফিসের জেলা অডিটর মুহাম্মদ সাইফুল ইসলাম, যুবধারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ জুলহাস মিয়াজী, সেন্ট্রাল কো-অপারোটিভ ফোরামের সভাপতি মোঃ ইকবাল আজম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১