বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০১৮

নাটোর-৪ আসন

টানা সপ্তমবারের মতো নৌকার মাঝি হলেন আব্দুল কুদ্দুস

অধ্যাপক আব্দুল কুদ্দুস ছবি : বাংলাদেশের খবর


অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে টানা সপ্তম বারের মতো নৌকার মাঝি হলেন বর্তমান সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। আজ রোববার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত ফরমে নাটোর-৪ আসনে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় মনোনয়নের খবর পেয়ে নির্বাচনী এলাকার গুরুদাসপুর বড়াইগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করতে দেখা গেছে। এ সময় মিষ্টি বিতরণ করা হয়।

বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল বলেন, ‘অধ্যাপক আব্দুল কুদ্দুস ১৯৮৬ সালে প্রথম দলীয় মনোনয়ন পান। নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। এরপর ১৯৯১ ,১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে দলীয় মনোনয়নে বিজয়ী হন। এর মধ্যে ১৯৯৬ সালের সপ্তম সংসদের শেষ অংশে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম সংসদে দলীয় বিদ্রোহী প্রার্থী থাকায় পরাজিত হন তিনি। এবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রবীন রাজনীতিবিদ হিসাবে অব্যশই মন্ত্রীত্ব পাবেন বলেন বিশ্বাস করে বড়াইগ্রাম-গুরুদাসপুরের মানুষ। রাজনৈতিক জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী জেলা, মহানগর ও বিভাগের বিভিন্ন পদে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সভাপতিসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১