বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০১৮

মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চিঠি বিতরণ শুরু হয় ছবি : সংগৃহীত


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থীদের আজ থেকে চিঠি দেয়া শুরু হয়েছে। 

রোববার সকাল সাড়ে ১০টা থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর করা এসব চিঠি বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে বিতরণ শুরু করা হয়। 

গেল ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত আসন্ন একাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন বিক্রি করে আওয়ামী লীগ। টানা চারদিনে ৪ হাজারের বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়। এরপর টানা এক সপ্তাহ দলটির সভাপতির নেতৃত্বে মনোনয়ন বোর্ড বিভিন্ন জরিপের ভিত্তিতে নিজেদের প্রার্থী তালিকা করা হয়। 

এর পরে দলীয় প্রধানের সঙ্গে শরিক দলগুলোর একাধিক বৈঠক করার পর তাদেরও আসন নিয়ে সুরাহা হয়। 

দলের নেতারা জানিয়েছেন, শনিবার তাদের ফোন করে আওয়ামী লীগ অফিস থেকে চিঠি নিতে বলা হয়। চিঠি নিতে সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন দলের মনোনীত প্রার্থী ও সমর্থকরা। নেতাকর্মীদের পদচারণায় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে, ১৪ দলীয় জোট ও মহাজোটের শরিক দলগুলোর কাছে ইতোমধ্যে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকাও হস্তান্তর করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১