বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০১৮

ভণ্ড কবিরাজের কাণ্ড

গুপ্তধনের লোভ দেখিয়ে দুই বোনকে ধর্ষণ!

বাগাতিপাড়ায় আটককৃত ভণ্ড কবিরাজ ও তার সহযোগী ছবি : বাংলাদেশের খবর


গুপ্তধনের লোভ দেখিয়ে নাটোরের বাগাতিপাড়ায় এক ভণ্ড কবিরাজ দুই বোনকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী ওই কবিরাজ ও তার এক সহযোগীকে পিটিয়ে পুলিশে দিয়েছে।

ভণ্ড ওই কবিরাজ জেলার লালপুর উপজেলার বড়বড়িয়া গ্রামের ইয়ার উদ্দিন মোল্লার ছেলে নজরুল ইসলাম (৫০)। সে স্থানীয়ভাবে নজরুল ফকির নামে পরিচিত। তার সহযোগী আবদুস সালাম (৩৭) একই উপজেলার আবদুলপুর পশ্চিমপাড়ার আরশেদ আলীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, দুই বোনের মধ্যে একজনকে বিয়ের নাটক করে এবং অপরজনকে শ্বাসকষ্টের চিকিৎসার নামে ধর্ষণ করে ওই কবিরাজ। শনিবার সকালে স্থানীয়দের চাপের মুখে নিজের কৃতকর্মের কথা স্বীকার করে নজরুল ফকির। 

এলাকাবাসী জানিয়েছে, প্রায় দেড় বছর আগে সহযোগী আবদুস সালাম প্রথমে তার প্রতিবন্ধী ফুপাতো বোনের শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়ার জন্য কবিরাজ নজরুলকে ফাগুয়াড়দিয়াড়ের তার ফুফুর বাড়িতে নিয়ে আসে। সে সময় টোটকা চিকিৎসা দেওয়ার ফাঁকে নজরুলের কুনজর পড়ে তার আরেক বোনের ওপর। এরপরই গুপ্তধনের ফাঁদ পাতে নজরুল। সে জানায়, নির্যাতিত পরিবারটির ঘরের মেঝেতে মাটির নিচে ২০০ কোটি টাকা মূল্যের গুপ্তধন রয়েছে। ওই সম্পদ শুধু সে-ই উদ্ধার করে দিতে পারবে। নজরুল এরপর ওই মেঝেতে তৈরি করে আসন। সেখানে ধ্যানের ভান করে নিয়মিত নাটক চালিয়ে যেতে থাকে কবিরাজ নজরুল। ধ্যানের সময় তৈরি হতো তাবিজ। সেই তাবিজ দিয়েই চলত শ্বাসকষ্টের চিকিৎসা। এভাবে চলে বছরখানেক। সুযোগ বুঝেই শর্ত আরোপ করে কবিরাজ। সে জানায়, ডিগ্রি পড়ুয়া সেই মেয়েকে তার সঙ্গে বিয়ে দিলেই কেবল মিলতে পারে গুপ্তধন। কৌশলে মাকে পটিয়ে বিয়ের নাটক করে কবিরাজ।

বিয়ের মাস দুয়েক পর কবিরাজের লোলুপ দৃষ্টি পড়ে প্রতিবন্ধী মেয়েটির ওপর। শ্বাসকষ্টের চিকিৎসার নামে কবিরাজের সঙ্গে রাত যাপনে বাধ্য করে মানসিক প্রতিবন্ধী মেয়েটিকে। সকালে পরিবারের সবাই জানতে পারে তাকে উপর্যুপরি ধর্ষণের ভয়ানক ঘটনা।

গতকাল শনিবার সকালে এলাকাবাসী পাকড়াও করে তাকে। তারা তাকে মাটি খুঁড়ে গুপ্তধন বের করতে বলে। তখন নজরুল নিজেই পাতা আসনের সামনে ঘরের মেঝেতে মাটি খুঁড়তে থাকে। তবে কোনো গুপ্তধন না পেয়ে এলাকাবাসী তাকে উত্তম-মধ্যম দিয়ে আটকে রাখে।

স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন আলী পুলিশে খবর দেন। পরে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ খবর পেয়ে ভণ্ড নজরুল ফকির ও তার সহযোগী আবদুস সালামকে আটক করে। বাগাতিপাড়া মডেল থানার ওসি আতাউর রহমান বলেছেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, এখনো কেউ মামলা করেনি। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১