বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০১৮

গণমাধ্যমের নকল ওয়েবসাইট তৈরির হোতা গ্রেফতার

গ্রেফতারকৃত এনামুল হক ছবি : সংগৃহীত ছবি


প্রথম আলো ও বিবিসি বাংলাসহ ২২টি গণমাধ্যমের ওয়েবসাইট হুবহু নকল করার অভিযোগে এনামুল হক নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-২। সুদূর দক্ষিণ কোরিয়ায় বসে এ কাজ করছিল সে। গত বুধবার দেশে ফেরার পর থেকেই যুবকের নিখোঁজ হওয়ার দাবি জানিয়ে গত ২১ নভেম্বর দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।

গতকাল শনিবার দুপুরে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুলকে উদ্ধার করে র্যাব।

এ বিষয়ে র্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বাংলাদেশের খবরকে বলেন, গ্রেফতার এনামুল হক মাস্টারকার্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে ডোমেইন কিনে দক্ষিণ কোরিয়ায় বসে নকল ওয়েবসাইট তৈরি করত। সেখান থেকে প্রথম আলো ও বিবিসিসহ ২২টি নিউজ পোর্টাল নকল করে পরিচালনা করত। বেশিরভাগ সময় হুবহু কপি করে নিউজ দিলেও মাঝে-মধ্যে নিজের ইচ্ছেমতো সরকারবিরোধী লেখা সেসব সাইটে প্রচার করত।  ওইসব সাইট থেকে উপার্জনের একটি অংশ ছাত্রশিবিরের সাংগঠনিক কাজে ব্যয় করত বলে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেছে।

র্যাব কর্মকর্তা জানান, এনামুল একসময় ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত ছিল। বৃত্তি পেয়ে কোরিয়ায় পিএইচডি গবেষণায় চলে যায়। সেখানে বসে নকল ওয়েবসাইট তৈরি করত। এসব নকল সাইট তৈরির সঙ্গে বাংলাদেশ, কোরিয়া ও ইতালিতে বিশাল একটি চক্র আছে। এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহাও প্রতারক এনামুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা জানতে পেরেছি, র্যাবের একটি দল বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুলকে উদ্ধার করে। আমরা তার পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়েছি।

গত বুধবার রাত ১টার ফ্লাইটে এনামুলের কোরিয়া যাওয়ার কথা ছিল। পর্যাপ্ত সময় হাতে রেখে আশকোনার বাসা থেকে রাত ১০টার দিকে বের হয়েছিল পিএইচডি গবেষক এনামুল হক। বন্ধুর ছোট ভাই তাকে রিকশায় উঠিয়ে বিদায় নেয়। এর পর থেকে নিখোঁজ ছিল সে। গত বৃহস্পতিবার গভীর রাতে ‘অপহরণকারী’ পরিচয়ে ফোনে এনামুলের পরিবারের কাছে শুক্রবার সকাল ৬টার মধ্যে দেড় লাখ টাকা দাবি করা হয়। শুক্রবার সকালে পরিবার সেই নম্বরে এক লাখ টাকা পাঠিয়েও দেয়। এরপরও তার খোঁজ মেলেনি। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে দক্ষিণখান থানায় এনামুল নিখোঁজ হয়েছে মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

উল্লেখ্য, এনামুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) পিএইচডি করতে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১