আপডেট : ২৪ November ২০১৮
কুমিল্লার গোমতী নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত বস্তাবন্দি ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গোমতী নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি। কোতয়ালী মডেল থানার ছত্রখীল পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন বক্সি জানান, সন্ধ্যায় বস্তার মুখ খোলা অবস্থায় একটি শিশুর রক্তমাখা মুখ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বস্তাবন্দি শিশুর রক্তমাখা লাশটি উদ্ধার করে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য শিশুর লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি এখন পর্যন্ত। উদ্ধারকৃত শিশু ও হত্যাকারীর কোনো পরিচয় পাওয়া যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১