বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০১৮

নবাবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন নবাবগঞ্জের কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রতিনিধির পাঠানো ছবি


ঢাকার নবাবগঞ্জে কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এস আলম পোখরাজ।

আর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন,  বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মানুষের সেবা ও কল্যাণের জন্য নিজেকে ব্যস্ত রেখেছি। আমি কখনও হারাম গ্রহণ করি নাই। কারো বাড়ি ঘর দখল করিনি। জননেত্রী শেখ হাসিনা আমাকে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান করে যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি।

তিনি বলেন, আমি ঢাকা জেলাকে একটি মডেল জেলা উপহার দিতে চাই। সারা দেশের মধ্যে এটি একটি শ্রেষ্ঠ জেলা হবে এটাই আমার চ্যালেঞ্জ। দোহার-নবাবগঞ্জে কোনো রাস্তাই কাঁচা থাকবে না। প্রতি বছর আমি প্রতিটি স্কুলের জন্য ভবন নির্মাণ করব। শিক্ষার্থীরা আর যাতে কষ্ট করে ক্লাস করতে না হয় তার ব্যবস্থা করে যাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সহকারী প্রকৌশলী আব্দূল মোতালেব,প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, কেন্দ্রীয় আওয়ামীলীগৈর উপ-কমিটির সদস্য জয়নাল আবেদীন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মরিয়ম মোস্তফা শিমু, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, আওয়ামীলীগ নেতা ডা. হান্নান.মীরকাশেম মীরা. প্রধান শিক্ষক মো. শাহালম প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিল্পকলা একাডেমী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌথ ভাবে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করেন।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১