আপডেট : ২৪ November ২০১৮
স্টোরেজ ডিস্ক হিসেবে এক সময় বেশ জনপ্রিয় ছিল ফ্লপি ডিস্ক। ধারণক্ষমতা খুবই কম হলেও তখন বিকল্প হিসেবে অন্য কিছু ছিল না। সে সময় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বিভিন্ন তথ্য পাঠানোর জন্যও ব্যবহার করা হতো ফ্লপি ডিস্ক। সম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সির একজন মহাকাশচারী আলেকজান্ডার গার্স্ট সেখানে বেশ কিছু ফ্লপি ডিস্ক খুঁজে পান। সেখানকার একটি লকারে ফ্লপি ডিস্কগুলো রাখা ছিল। এর একটি ছবি তুলে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন গার্স্ট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট তার বরাত দিয়ে জানিয়েছে, ফ্লপি ডিস্কগুলোর মধ্যে একটির গায়ে লেখা রয়েছে ‘নরটন ইউটিলিটিজ ফর উইন্ডোজ ৯৫/৯৮’। কয়েকটির গায়ে নাসার প্রতীক রয়েছে। কয়েকটি ডিস্কের গায়ে লেখা আছে ‘ক্রু পারসোনাল সাপোর্ট ডাটা’ এবং এর পাশাপাশি আছে দুজন মহাকাশচারী উইলিয়াম শেপ এবং সের্গেই ক্রিকালেভের নামও। ২০০০ সালে পরিচালিত এক্সপেডিশন ১ এর অংশ ছিলেন এই দুজন। সম্প্রতি ২০ বছর পূর্তি উদযাপন করেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। আর এর কদিন পরেই প্রকাশিত এ ছবি মনে করিয়ে দেয় ২০ বছর সময়ের মধ্যে প্রযুক্তি কতদূর এগিয়ে গিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১