বাংলাদেশের খবর

আপডেট : ২৪ November ২০১৮

এক ট্রিলিয়নের নিচে নামল অ্যাপলের বাজারমূল্য


শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। গত কয়েক সপ্তাহে প্রতিষ্ঠানটির বাজারমূল্য কমেছে ২৩৩ বিলিয়ন ডলারের বেশি এবং সে হিসেবে বর্তমানে এর বাজারমূল্য অবস্থান করছে ৭৬৭ বিলিয়ন ডলারের কাছাকাছি।

শুধু যে অ্যাপলের বাজারমূল্যই কমছে তা কিন্তু নয়। দর হারাচ্ছে ফেসবুক, গুগল, অ্যামাজন, নেটফ্লিক্সের মতো বড় প্রতিষ্ঠানগুলোও।

এ বছরের ২ আগস্ট প্রথম ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক অতিক্রম করে অ্যাপল। সে সময় প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য বেড়ে দাঁড়িয়েছিল ২০৭ ডলারে। পরবর্তীতে সর্বোচ্চ ২৩৩ দশমিক ৪৭ ডলার পর্যন্ত পৌঁছেছিল শেয়ারের মূল্য। তবে এর পরই আবার দর কমতে শুরু করে। সর্বশেষ গতকাল ১৭৭ ডলারে অ্যাপলের শেয়ারের লেনদেন হয়েছে।

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন দেখা গেছে, আয় এবং মুনাফা উভয় ক্ষেত্রেই বেশ ভালো অবস্থানে আছে অ্যাপল। কিন্তু শেয়ার বাজারে তার কোনো প্রতিফলনই দেখা যায়নি। উল্টো দরপতনের শুরু হয়েছে।

এর পেছনে অন্য কারণ রয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। অ্যাপল জানিয়েছে, গুরুত্বপূর্ণ পণ্যগুলো কী পরিমাণ বিক্রি হয়েছে সে বিষয়ে ভবিষ্যতে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না। দ্বিতীয়ত, অ্যাপলকে হার্ডওয়্যার সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলো জানিয়েছে সামনের দিকে বিক্রির পরিমাণ কমে আসবে। সম্প্রতি উন্মুক্ত করা তিন মডেলের আইফোন উৎপাদনের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে এসব প্রতিষ্ঠান। এর বাইরে আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হলো চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধে অ্যাপল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর বাইরে প্রায় ১০ বছর পর শেয়ার বাজারে মূল্য সংশোধন হচ্ছে বলে মনে করা হচ্ছে। সে কারণে অন্যান্য সব কোম্পানির শেয়ারের সঙ্গে অ্যাপলের শেয়ারের দরও কমছে, এমন ব্যাখ্যাও দিচ্ছেন অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১